বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিরু আলমকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হিরো আলমের রিটের বিপরীতে আজ সোমবার হাইকোর্ট এ নির্দেশনা দেন। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে তিনি উচ্চ আদালতে যান।

গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করবো।

তিনি আরও বলেছিলেন, রাজারা চায় না প্রজারা রাজা হোক। প্রার্থিতা ফিরে পেতে গতকাল রোববার তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। আপিলের পরিপেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তিনি পার্থীতা ফিরে পেয়েছেন।

‘সাদপন্থীদের বর্বরতা ও সহিংসতা তাবলিগের ইতিহাসে একটি কালো অধ্যায়’‎


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ