শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু করেছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার সকাল থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে শুরু করেছে ইসি।

নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার কাজ শুরু করতে পারবে প্রার্থীরা। তবে ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে বন্ধ করতে হবে সব ধরণের নির্বাচনি প্রচারণা।

নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা রঙ্গিন পোস্টার ছাপতে পারবে না। পোস্টারে প্রার্থী ছাড়া দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। যা দড়িতে ঝুলিয়ে প্রচার করতে হবে।

চার শ বর্গফুট এলাকার বেশি বড় কোনো প্যান্ডেল করে প্রচার চালানো যাবে না। তবে কাপড়ের তৈরি ব্যানার করে প্রচার চালানো যাবে। নির্বাচনি প্রচারণায় ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে না।

পোস্টারের সাইজ দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার ও প্রস্থে ৪৫ সেন্টিমিটার এবং ব্যানার কোনোভাবেই তিন মিটারের বেশি হবে না। মাইকে প্রচার চালানো যাবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। পাশাপাশি একই নির্বাচনী এলাকাতে কোনো অবস্থাতেই তিনটির বেশি লাউড স্পিকার নয়।

নির্বাচনী এলাকায় প্রতি ইউনিয়ন আর পৌর এলাকার ওয়ার্ড প্রতি নির্বাচনী ক্যাম্প করতে হবে একটি।

খালেদার মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ

 এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ