শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


চাঁদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষের মিছিলে পুলিশি হামলার অভিযোগ করেছে বিএনপিপ্রার্থী এম এ হান্নান। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার সন্ধ্যার আগে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। অন্যদিকে পুলিশ বলেছে বিএনপি সশস্ত্র মিছিল করায়, তারা নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাদের বাধা দিয়েছে।

এদিকে পুলিশের হামলায় বিএনপির ২৫ জন নেতাকর্মী এবং বিএনপির কর্মীদের হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে উভয়পক্ষ দাবি করেছে।

পুলিশ হামলার ঘটনায় আরিফ পাটওয়ারী ও ইমাম হোসেন নামে দুজনকে আটক করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে।

জানা গেছে, আজ সোমবার বিকালে বিএনপিপ্রার্থী এম এ হান্নানের নেতৃত্বে ধানের শীষের একটি বিশাল মিছিল উপজেলা সদরে মিছিল করার সময়ে মধ্যবাজারে পুলিশ প্রথমে বাধা দেয় ও পরে লাঠিচার্জ শুরু করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুহূর্তের মধ্যে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

হাটহাজারীতে আলেমদের বৈঠকে ৭ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর