বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রিসভার চার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ আজ রোববার চার মন্ত্রীর পদত্যাগপত্রে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার; ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম রাত সাড়ে সাতটার দিকে মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, চার মন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। অব্যাহতির প্রজ্ঞাপন রাতেই জারি হতে পারে।

তবে এই চার মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। নিয়মানুযায়ী, কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী না থাকলে তা প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়।

আগামী কাল সোমবার থেকে তাদের অব্যাহতি কার্যকর হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিকেলে চার মন্ত্রীর পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট অধিশাখা থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতির দফতরে নিয়ে যান কর্মকর্তারা।

একক প্রার্থীতে নৌকা ও ধানের শীষকে ছাড়িয়ে হাতপাখা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ