শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আল আমিন সংস্থার কেরাত ও তাফসির মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও আন্তর্জাতিক কেরাত মাহফিল আজ ৫ ডিসেম্বর  হতে শুরু হয়েছে।

ইতেমধ্যে মাহফিলের প্রস্তুতি স্বরূপ উজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এলাকার বড় বড় মসজিদে টানানো হয়েছে মাহফিলের ফেস্টুন। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে বিলবোর্ড।

হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত এই মাহফিলে ব্যাপক লোকসমাগম হওয়ার বিষয়টি প্রসিদ্ধ। আল আমিন সংস্থা সে বিবেচনায় ব্যাপক প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করেছে।

আলআমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আহসান উল্লাহ আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে  জানান, প্যান্ডেল ও স্টেজের প্রস্তুতি শেষ পর্যায়ে। বিদেশি কারীদের অনেকে হাটহাজারী পৌঁছে গেছেন।

ঐতিহাসিক এই  তাফসিরুল কুরআন ও কেরাত মাহফিলের (৫ ডিসেম্বর, বুধবার) প্রথম দিনে অনুষ্ঠিত হবে কেরাত মাহফিল।

এতে কুরঅান তেলাওয়াত করবেন, কারী রেজা আইয়ুব তাঞ্জানিয়া, কারী তৈয়ব জামাল ভারত,কারী আফতাব আহমদ দেওবন্দ, কারী আহমাদ বিন ইউছুফ আল আযহারী ঢাকা, কারী সাঈদুল ইসলাম আসাদ ঢাকা, কারী এ.কে. এম ফিরোজ ঢাকা, শিশু কারী আবু রায়হান ঢাকা, ক্বারী রিফাত বিন রশীদ ঢাকা, কারী আরাফাত হুসাইন ঢাকা, কারী জাহেদুল ইসলাম সাঈদ চট্টগ্রামসহ স্থানীয় কারীগণ।

৬ ও ৭ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) শুরু হবে তাফসিরুল কুরআন মাহফিল।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

বিশেষ অতিথি হিসেবে মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, প্রধান বক্তা হিসেবে মুজাহিদে ইসলাম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, প্রধান মুফাসসির হিসেবে খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জী, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, হাফেজ মাওলানা হাসান জামিল ঢাকা, মাওলানা নাছির উদ্দীন যুক্তীবাদী গোপালগঞ্জী,মাওলানা মুফতি মুস্তাুকুন্নবী কুমিল্লা, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক ঢাকা, মাওলানা মুফতি রাফি বিন মুনির ঢাকা, মাওলানা নজীর আহমাদ টঙ্গী ও মাওলানা ইসমাইল খান মেখল পবিত্র কুরআনের তাফসীর ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

এইচএএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ