শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


'পার্বত্য শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়ন হয়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২১ বছর পরেও পার্বত্য শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের মতে, ভূমি সংক্রান্ত কিছু জটিলতা ছাড়া চুক্তি ভালোভাবেই বাস্তবায়িত হয়েছে। রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দুই পার্বত্য নেতা।

১৯৯৭ সালের এই দিনে সন্তু লারমার নেতৃত্বে শান্তি বাহিনীর সামরিক শাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খাগড়াছড়িতে অস্ত্র সমর্পন করেন।১৯৭৩ সাল থেকে শান্তিচুক্তির আগ পর্যন্ত দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষে রক্তাক্ত থাকত এই জনপদ।

তবে রাজধানী কৃষিবিদ ইন্সটিটিউটে সন্তু লারমা দাবী করেন, এই চুক্তির একটি বড় অংশ এখনও বাস্তবায়িত হয়নি। পার্বত্য আঞ্চলিক পরিষদ কার্যকরে কোন উদ্যোগ নেয়া হয়নি বলে দাবি করেন তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ