শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ড. কামালের প্রার্থী না হওয়ার কারণ সময়মত জানা যাবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের জাতীয় নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণ সময়মত প্রকাশ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে তিনি বলেন, ‘কামালের প্রার্থী না হওয়ার কারণ জানি না। তবে কারণটা সময়মত নিশ্চয়ই প্রকাশ হবে। ঐক্যফ্রন্ট নির্বাচনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী এটাও কিন্তু আজও জানা যায়নি।’

আজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে ১৫৪ জন সাবেক সেনা কর্মকর্তার আওয়ামী লীগে যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তাদের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি পজিটিভলি দেখছি। তারা তো মনোনয়ন চাননি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ