শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মনোনয়ন বঞ্চিত হয়ে ফের বিএনপিতে জাপা নেতা বাবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পাননি দলটির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল। এর জেরে এ দলটি ছেড়ে ফের বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (২৬ নভেম্বর) রাতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজধানীতে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

এ ব্যাপারে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে। বিষয়টি নিয়ে ঢাকায় আমার সঙ্গে আলোচনা চলছে।’

গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এ দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করে হেরে যান রোকন উদ্দিন বাবুল।

জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আশ্বাসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাপায় যোগদান করেন তিনি।

রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পাওয়ার কারণে স্থানীয় কর্মী-সমর্থকদের অনুরোধেই আমি দল ছেড়েছি।’


সম্পর্কিত খবর