মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


ইরাকের উত্তরাঞ্চলে হঠাৎ বন্যা; দুদিনে নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে হঠাৎ ভয়ঙ্কর বন্যা শুরু হয়েছে। বন্যার ঢলে ভেসে গিয়ে গত দুদিনে অন্তত ২১ জন নিহত হয়েছে। ১০ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সেফ আল বদর বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন। এদের মধ্যে অনেকে পানিতে ডুবে মারা গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং কেউ বন্যায় ঘরের মধ্যে আটকা পড়ে মারা গেছেন।

এছাড়া বন্যায় অন্তত ১৮০ জন লোক গুরুতর আহত হয়েছেন। ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ এই বন্যা দেখা দেয়।

দেশটির তরফ থেকে জানানো হয়, টানা কয়েকদিনের প্রবল বর্ষণে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ