শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


হাকিম নড়লেও হুকুম যেন না নড়ে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে আইনশৃঙ্খলা বহিনীকে পরিচালনার ক্ষেত্রে কঠোরভাবে আইন অনুসরণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

তিনি সব প্রার্থীকে সমান চোখে দেখার আহ্বান জানিয়ে বলেছেন ‘আপনারা হাকিম হিসেবে কাউকে এমন হুকুম দেবেন সেটা না যেনো না নড়ে। আইন-কানুনের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে আপনাদের’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাহী হাকিমদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, আইনের প্রয়াগ যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকে, আপনাদের দ্বারা যেন আইন অসম্মানিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে তিন দিনব্যাপী ব্রিফিংয়ের দ্বিতীয় দিন রোববার বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ