শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ভূমি অধিকার ও ঋণ ভর্তুকির দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমির অধিকার ও ঋণ ভর্তুকির দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ করছেন হাজার হাজার কৃষক। প্রায় বিশ হাজারের বেশি কৃষক ও উপজাতি জনগোষ্ঠীর বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার মুম্বাইয়ে এসে পৌঁছায়।

বুধবার এ বিক্ষোভ মিছিল শুরু হয় রাজ্যের থানে থেকে। মুম্বাইয়ের আজাদ ময়দানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। সরকারের কাছে দাবি জানাচ্ছেন গত বছর রাজ্য সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের। খবর  দ্য হিন্দুস্তান টাইমসের।

জানা যায়, লোক সংঘর্ষ মোর্চার ব্যানারে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার ভোর ৫টায় রাজপথে নামে মুম্বাইয়ের উদ্দেশে। নগরের যানজট এড়াতে পুলিশ তাদের একঘণ্টা আগে রাজপথে নামতে অনুরোধ করেছিল।

বেলা ১১টায় বিক্ষোভকারীরা আজাদ ময়দানে পৌঁছায়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের একটি প্রতিনিধি দল বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

খরায় সংকটে পড়া কৃষক ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ঋণ ভর্তুকির দাবি জানাচ্ছেন। উপজাতি কৃষকদের জন্য ভর্তুকি ও ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছিলেন তিনি। বিক্ষোভকারীরা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছে।

উল্লেখ্য, কৃষকদের পাশাপাশি আম আদমি পার্টি ও মুম্বাইভিত্তিক কিছু সামাজিক সংস্থাও বিক্ষোভে অংশ নিচ্ছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ