বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রাষ্ট্রীয় কাজে ট্রাম্পের মেয়ের ব্যক্তিগত ইমেইল ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল আইডি ব্যবহার করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা এবং হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ইভানকা ট্রাম্প।

২০১৭ সালে তার ওই আইডিটি থেকে হোয়াইট হাউসের অফিসিয়াল আলাপ-আলোচনার শতাধিক বার্তা পাঠানো হয় বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।

সোমবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইভানকার ব্যক্তিগত মেইল থেকে পাঠানো ওই বার্তাগুলো হোয়াইট হাউসের সহযোগী, মন্ত্রিপরিষদ সদস্য ও তার সহকারীদের কাছে যায়।

আর ওই বার্তাগুলো পাঠানোর মাধ্যমে ইভানকা প্রেসিডেন্সিয়াল বা পাবলিক রেকর্ডের গোপনীয়তা রক্ষা করার নিয়ম লঙ্ঘন করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে এও বলা হয়, ইভানকার ব্যক্তিগত ইমেইল আইডিটি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ওই ব্যক্তিগত আইডি ব্যবহার করছিলেন।

এ বিষয়ে তার আইনজীবী বলছেন, ইমেইল পাঠানোর নিয়ম সম্পর্কে জানার আগে ইভানকা এ কাজ করেছেন।

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ