শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কেন্দ্রে মোবাইল ফোন নেয়া-ছবি তোলায় নিষেধাজ্ঞা ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যবেক্ষক নিয়োগ না দেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

কেন্দ্রে মোবাইল ফোন নেয়া ও ছবি তোলায় দেয়া হয়েছে নিষেধাজ্ঞা, নির্বাচনকালে গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না পর্যবেক্ষকেরা। বুধবার সকালে পর্যবেক্ষণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় এসব কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আগারগাঁও কার্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোকে আচরণ বিধি নিয়ে ব্রিফ করেন ইসি সচিব। এতে ভোটের সময় পর্যবেক্ষকদের কর্মপরিধি তুলে ধরেন তিনি।

নির্বাচনের সময় পর্যবেক্ষকদের নিরপেক্ষ আচরণের তাগিদ দেন ইসি সচিব। সতর্ক করেন, ভোট প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো আচরণে বাতিল হবে নিবন্ধন।

এছাড়া ভোট কেন্দ্র মোবাইল ফোন ব্যবহার বা ছবি তুলতে পারবেন না পর্যবেক্ষকেরা। গণমাধ্যমে দিতে পারবেন না সাক্ষাৎকার, আসতে পারবেন টেলিভিশন লাইভে।

নির্বাচনের পর দিতে পারবেন প্রতিবেদন। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেয়েছে ১১৮টি দেশি সংস্থা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ