শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভারতে অনুষ্ঠিত হলো ২৮তম আন্তর্জাতিক ফিকহি সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

সম্প্রতি ভারতের রাজস্তানে অনুষ্ঠিত হয়েছে ভারতের ইসলামি ফেকাহ একাডেমী কতৃক আয়োজিত ইসলামি ফেকহী সেমিনার৷ সেমিনারে বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা করেছেন দেশ-বিদেশের বিভিন্ন আলেমে দীন৷

'ইসলামী ফেকাহ একাডেমী ইন্ডিয়া' ভারতের একটি প্রসিদ্ধ ফেকাহ একাডেমী৷ একাডেমী কতৃক বিবিধ আলোচ্য বিষয়ে ভারতের আনাচে-কানাচে প্রতিনিয়তই অনুষ্ঠিত হয় ইসলামী ফেকহী সেমিনার৷

ইসলামী ফেকাহ একাডেমী তাদের ফেকহী সেমিনার আয়োজনের ধারাবাহিকাতায় ভারতের রাজস্তানেও প্রতিবছর আয়োজন করে থাকে একটি ফেকহী সেমিনার৷ উল্লেখযোগ্য পরিমাণ উলামায়ে কেরামের সমাগম হয়ে উক্ত সেমিনারে৷

ইসলামি ফিকহ একাডেমী রাজস্তান ছাড়াও বরাবরই ভারতের গুজরাত, হায়দারাবাদ, দিল্লি ও লাখনৌসহ আরো বিভিন্ন স্থানে আয়োজন করে থাকে ফেকহী সেমিনারের৷ সেমিনারে মেহমান হন দেশ-বিদেশের বিভিন্ন উলামায়ে কেরামসহ দেওবন্দ, সাহরানপুর ও লাখনৌসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণও৷

প্রতিবারের ন্যায় এ বৎসরও ইসলামি ফেকাহ একাডেমী ভারতের রাজস্তানে জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া মীরলাখিমপুরে আয়োজন করেছে একটি ফেকহি সেমিনার৷ বরাবরের মতো এ বৎসরও আলেম-উলামাদের স্বরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো৷

রাজস্তানের উক্ত ফেকহী সেমিনার গত রবিবারে আরম্ভ হয়ে শেষ হয়ে আজ সোমবার৷ দুই দিন ব্যাপী উক্ত সেমিনারে আলোচনা করেছেন দেশ-বিদেশের বিভিন্ন আলেমগণ৷ আলোচনা করেছেন বাংলাদেশরও একজন তরুণ আলেম মাওলানা গাজী সানাউল্লাহ৷

ফেকহী সেমিনারে অংশগ্রহণকারী বাংলাদেশী এই তরুণ আলেম গাজী সানাউল্লাহ জানান ইসলামি ফেকাহ একাডেমী ইন্ডিয়া কতৃক আয়োজিত এবারের ফেকহী সেমিনারটি ছিলো ২৮তম আন্তর্জাতিক ফেকাহ সেমিনার৷

তিনি জানান ২০১৮ এর এই ফেকহী সেমিনারের সমাপনী অধিবেশনে কিছু কথা বলার সৌভাগ্য হয়েছে তার। সারা দুনিয়ার খ্যাতিমান স্কলার ও শরিয়াহ বিশেষজ্ঞদের এই আলোকিত সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে এবং আলোচনা রাখতে পেরে তিনি কৃতজ্ঞ৷

তিনি বলেন, আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। উক্ত ফেকহী সেমিনারে আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে আমার মত অধম ও নাচিজেরও কিছু কথা বলার সুযোগ হয়েছে যদিও আমার তেমন কোন যোগ্যতা নেই । এরপরেও রাব্বে কারীম মেহেরবানী করেছেন। অভাবনীয় এই সুযোগ দিয়ে ধন্য করেছেন। তাই শুকরিয়া আল্লাহ পাকের৷

আলোচনার শেষে তিনি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফেকাহ একাডেমীর সকল সদস্যদের প্রতি। হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানিয়েছেন পৃথিবী বিখ্যাত ইসলামিক স্কলার ইসলামী ফেকাহ একাডেমী ইন্ডিয়া'র সেক্রেটারী হযরতুল আল্লাম মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী হাফিযাহুল্লাহ'র প্রতি।

বাংলাদেশের এই তরুণ আলেমে দীন উক্ত ফেকহী সেমিনারে বাংলাদেশে যে সকল তরুণ ওলামায়ে কেরাম দাওয়াতের মাধ্যম হিসেবে মিডিয়াকে বেছে নিয়েছেন তাদের কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তার সারগর্ভ আলোচনায়। সারা দুনিয়ার সকল স্কলারদের প্রতি নিজ মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দেখার বিনীত আমন্ত্রণও জানিয়েছেন তিনি৷

নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া: ফখরুল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ