শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ফ্রান্সে জ্বালানি তেলের দাম বাড়ায় সারা দেশে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্বালানি তেলের দাম বাড়ায় ফ্রান্সের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। বিক্ষোভ চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি উঠে পড়ায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া বিক্ষোভ সংঘর্ষে রুপ নেয়ায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার অন্তত দুই হাজার জায়গায় প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। সূত্র: আল-জাজিরা।

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি কর বৃদ্ধি করেছেন। এ নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূলপর্যায়ে জ্বালানির বাড়তি মূল্যবিরোধী আন্দোলন ‘ইয়োলো ভেস্ট’ শুরু করেছেন। হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার চেষ্টা করেন এবং জ্বালানি ডিপোগুলোতে প্রবেশে বাধা দেন।

আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কার্যত মহাসড়ক অচল করে দেন। এর মধ্যে গাড়িচাপায় এক আন্দোলনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা যায়, গত এক বছরে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত এক দশকের মধ্যে বর্তমানে দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি।

বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার ‘পরিষ্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে।

শনিবার ফ্রান্সের প্রায় দুই হাজার স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ম্যাক্রোঁ গরিব মানুষের জন্য বিপদ ডেকে আনছেন।

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক ইসরাইলী মন্ত্রী আটক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ