মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


পর্নোগ্রাফি বন্ধে কঠোর পদক্ষেপ চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্নোগ্রাফি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। দেশটিতে সব ধরনের পর্নো সাইট বন্ধ। তবুও মাঝে মাঝে এমন সাইটের দেখা মেলে। সেগুলোর খবর দিলেই মিলবে পুরস্কার।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়া কিংবা সাইবার জগতের কোথাও পর্নো চোখে পড়লে সঙ্গে সঙ্গে তা দেশটির সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে বলা হয়েছে।

আর এজন্য খবর দাতাকে দেয়া হবে নগদ ৬ লাখ ইউয়ান বা ৮৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ৭২ লাখ টাকা) ৷

দেশটির সরকার পর্নোগ্রাফির পাশাপাশি ‍গুজব খবরও রুখতে কাজ করছ। সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী কোনো গুজব ছডা়নোর খবর দিলেও পুরস্কার দেবে চীন সরকার৷

চীনের ইন্টারনেট রেগুলেটরি অথরিটির মতে পর্নো কিংবা বিভিন্ন ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে৷ যা সমাজে অবক্ষয় ঘটায়। পাশাপশি দেশের ঐক্যও নষ্ট করে, তাই এ ব্যবস্থা৷

‘সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না’ ইতোমধ্যে ফেসবুক থেকে প্রায় ৯ হাজার ৮০০ ফেক প্রোফাইল মুছে দিয়েছে৷ কারণ এসব প্রোফাইল থেকে সরকার বিরোধী গুজব ও পর্নোগ্রাফি ছড়ানো হতো বলে জানা গেছে।

বাংলাদেশে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ