মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ ।। ২১ আশ্বিন ১৪৩২ ।। ১৫ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজদের আড্ডাখানা হবে: পীর সাহেব চরমোনাই চবিতে কোরআন অবমাননার অভিনব প্রতিবাদ ভোলায় ‘১লাখ ৪৩ হাজার’ জেলের জন্য ‘৩৫৮৫ মেট্রিক টন’ চাল বরাদ্দ সিলেটে যুব জমিয়তের মিছিল-সমাবেশ, ব্লাসফেমি আইন দাবি কোরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস কোরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু নেতাদের প্রতি আহ্বান হেফাজতের মাদরাসাপড়ুয়া একজন বইপোকার জন্য সাহায্যের আবেদন যুক্তরাজ্যের ব্রিস্টলে মুনতাসির আলীর সঙ্গে মতবিনিময় সভা নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি: সারজিস আলম

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের মনোনয়ন বোর্ড এ সাক্ষাতকার নিচ্ছে। বোর্ডের সদস্য হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আজ (রবিবার) দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং বেলা আড়াইটা থেকে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এ সূত্র আরও জানায়, আগামীকাল সোমবার খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে, যা সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। এদিন বিকাল ৩টা থেকে শুরু হবে বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার।

এ ছাড়া, মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের সাক্ষাৎকার শুরু হবে।

বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের এবং বিকাল ৩টা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

এর আগে গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রবিবার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন চার হাজার প্রার্থী।

নির্বাচন করছেন না সোহেল তাজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ