বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মসজিদে নববিতে জাতীয় কুরআন ও হাদিস প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মোনাওয়ারায়ার মসজিদে নববিতে শুরু হয়েছে জাতীয় কুরআন ও হাদিস প্রতিযোগিতা।

উক্ত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ৫ম নভেম্বর শুরু হয়েছে। জাতীয় কুরআন ও হাদিস প্রতিযোগিতায় সৌদি আরবের বিভিন্ন শহরের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

বার্ষিক এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের তরুণদের কুরআন তিলাওয়াত ও হাদিস পাঠের প্রতি অনুপ্রেরণা যোগানো। এছাড়াও হাদিস ও কুরআন হেফজ, অর্থ ও কুরআন তিলাওয়াতের আহকাম সম্পর্কে তাদেরকে অবগত করা।

এ প্রতিযোগিতা মোট দুইটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে মোট তিনটি স্তর তথা ১৫ পারা কুরআন হেফজ ও তাজবিদ, ১০ পারা কুরআন হেফজ ও তাজবিদ এবং ৫ পারা কুরআন হেফজ ও তাজবিদ।

দ্বিতীয় বিভাগে নবি কারিম সা.এর হাদিস হিফজ। এই বিভাগও তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। ১০ তারিখ পর্যন্ত এ প্রতিযোগিতা চলার কথা রয়েছে। সূত্র: ইকনা

বেলুচিস্তানের নারীদের বেড়ে ওঠা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ