শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


‘তফসিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের ইচ্ছাতেই একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই তফসিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তফসিল নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংলাপ অসম্পন্ন রেখে একতরফা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল পিছিয়ে দেয়ার কথা ছিলো।

এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদা।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

২০ দলীয় জোটের বৈঠকে দীর্ঘ দিন পর কর্নেল অলি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ