আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (০৬ নভেম্বর) সমাবেশ করার মৌখিকভাবে অনুমতি পেলো জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় ঐক্যফ্রন্টকে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল গিয়ে অনুমোদন চাইলে সমাবেশের অনুমতি দেয়া হয়।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
অনুমতি পাওয়ায় পর প্রতিনিধি দল জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা যায়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে লক্ষাধিক লোক হবে বলে আশা করছে বিএনপি।
ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ বুধবার