শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দেশ ছাড়লেন আসিয়া বিবির আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাসুল সা. কে কটূক্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ থেকে মুক্তি পাওয়া আসিয়া বিবি'র আইনজীবী শনিবার দেশ ছেড়েছেন৷ মামলায় জেতার পর থেকে তার ভয় হচ্ছিল দেশে থাকতে৷

প্রায় এক দশক ধরে জেলে থাকা আসিয়া বিবির মামলাটি লড়ছিলেন সাইফ-উল-মুলুক নামের ঐ আইনজীবী৷ গেল সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আসিয়ার মৃত্যুদণ্ডাদেশ রহিত করে৷

এই রায়ের প্রতিবাদে তাওহিদি জনতা লাহোর ও ইসলামাবাদে মূল সড়কগুলো অবরোধ করে৷ তারা যেই বিচারকরা এই রায় দিয়েছেন এবং যারা আসিয়াকে মুক্ত করতে সহযোগিতা করেছেন, প্রকাশ্যে মৃত্যু কামনা করেন বলে জানা যায়৷

এই অবস্থায় আমার পাকিস্তানে অবস্থান করা অসম্ভব হয়ে পড়েছে, বার্তা সংস্থা এএফপিকে বলেন সাইফ-উল-মুলুক৷ ৬২ বছর বয়সি এই আইনজীবী শনিবার ভোরে ইউরোপের উদ্দেশে রওনা হন৷

বিক্ষোভের মূল উদ্যোক্তা তেহরিক-ই-লাবায়েক (টিএলপি)-র প্রতিবাদের মুখে সরকার তাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে বাধ্য হয়৷ চুক্তির পর শুক্রবার রাতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে টিএলপি৷

এএফপি বলছে, পাঁচ দফা সেই চু্ক্তিতে বলা আছে যে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে সরকার আপত্তি তুলবে না৷

এদিকে রাসুল সা. কে কটূক্তি করে কেউ রক্ষা পাবে না বলেও বিক্ষোভ করছে ধর্মপ্রাণ পাকিস্তানের মুসলমানরা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ