শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে ইসলামী ঐক্যজোটের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সময় চেয়ে চিঠি দিয়েছে ইসলামী ঐক্যজোট।

আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান।

আওয়ামী লীগের পক্ষে চিঠি রিসিভ করেন দলের উপ-দপ্তর দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে সংলাপ চেয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। চিঠিতে সংলাপের জন্য সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী আজ সন্ধ্যায় বসছে প্রথম সংলাপ।

একই সঙ্গে ঐক্যফ্রন্টের পর বিকল্প ধারা ও জাতীয় পার্টি সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। প্রধানমন্ত্রী ২ নভেম্বর বিকল্প ধারা এবং ৫ নভেম্বর জাতীয় পার্টির সঙ্গে সংলাপে সবার তারিখ দিয়েছেন।

সংলাপে ড. কামালের আট নেতা বিএনপির সাত

-আরআর


সম্পর্কিত খবর