বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং সংসদ বহাল রেখে কোনো নির্বাচন নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সাত দফায় কোনো ছাড় না দেবে না বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এমনই সিদ্ধান্ত হয়েছে জোটের বৈঠকে।

বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মহানগর নাট্য মঞ্চে বিএনপির উদ্যোগে আয়োজিত গণঅনশনে অংশগ্রহণ করবে ২০ দলীয় জোট নেতারা।

জোটের নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের গুরুত্ব রয়েছে। কিন্তু এ ধরনের সংলাপে ২০ দলীয় জোটের শরিক শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত করতে পারলে ভালো হতো। তবে এটা নিয়ে তাদের কারও মনে আপসোস নেই বলে নেতারা জানান।

নেতারা বলেন, খালেদা জিয়াকে ছাড়া, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং সংসদ বহাল রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। সংলাপে এসব বিষয়ে অনড় থাকতে হবে।

বৈঠকের সভাপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় জোটের শরিকদের বলেন, ২০ দলীয় জোট আগের মতোই, আগের অবস্থানে থাকবে। তাদের সঙ্গে বিএনপির সম্পর্ক আগের থেকেও দৃঢ় হয়েছে। যা আগামীতেও থাকবে।

বৈঠকে অংশ নেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, অপর অংশের আমির মুফতি ওয়াক্কাস, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ পিপলস লীগের সৈয়দ মাহাবুব হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির তাসমিয়া প্রধান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আব্দুর রাকিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ