শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ হতে যাচ্ছে দিল্লির সড়কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলাচলের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ হতে পারে ব্যক্তিগত যানবাহন-প্রাইভেটকার।

দিল্লির সড়কে শুধু মাত্র গণপরিবহনই চলাচল করতে পারবে যদি দিল্লির বায়ু দূষণ কঠিন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এর নীচে গেলেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে দেশটির পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান ভুর লাল উল্লেখ করেন, ‘আশা করছি দিল্লির বায়ু দূষণ এর চেয়ে আর খারাপের দিকে যাবে না।

যদি যায় তাহলে জরুরি অবস্থার অবতারণা হবে। তখন আমাদের ব্যক্তিগত পরিবহন বন্ধ করে দিতে হবে। এ বিষয়ে আমরা একটি কমিটিও গঠন করেছি, যারা আমাকে করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।’

পরে দিল্লির মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এক টুইট বার্তায় লিখেন, ‘প্রতি বছর কেন্দ্র সরকারের সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানার রাজ্যের সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে ভুক্তভোগী হয় দিল্লি।’

উল্লেখ্য, জানা যায়, ভারতের কৃষি প্রধান রাজ্য পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকরা প্রতি বছর শীতের সময় আগের মৌসুমের শস্যের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলে এবং নতুন শস্য চাষের প্রস্তুতি গ্রহণ করে। মূলত সেই ধোঁয়াই দিল্লির বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। সূত্র: এনডিটিভি

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

-এটি


সম্পর্কিত খবর