শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সরকারের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আশা করছি সংলাপ ভালো কিছু বয়ে আনবে।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মার্শা বলেন, জনগণ যদি মনে করে পরিবেশ সুষ্ঠ হয়েছে, তবে বোঝা যাবে যে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।

এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তবে দ্রুতই তা থেকে উত্তরণ হবে বলেও আশা প্রকাশ করেন মার্শা বার্নিকাট।  সংলাপের উদ্যোগকে বড় অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

চাপে নয়, সংলাপের চিঠি ঐক্যফ্রন্টের আগ্রহেই: কাদের

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ