শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ঐক্যফ্রন্টের ১০ নেতা নির্বাচন কমিশনে যাবেন আগামী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতা  নির্বাচন কমিশনে যাবেন বলে নিশ্চিত করেছেন  বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি আরো জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে।

এ বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না। বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আছে। তারপর এ বিষয়ে বলতে পারব।

এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের এরেক নেতা জানান, নির্বাচন কমিশনকে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১ লক্ষ্য দেয়া হবে।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলপে বসার ক্ষেত্রে সম্মত হয়েছে আওয়ামী লীগ।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঐক্যফ্রন্টের সঙ্গে বসার বিষয়ে মতামত জানতে চান প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনায় বসার সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রোববার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ