মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


শুকরানা মাহফিল বাস্তবায়নে হাইআতুল উলয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: কওমি মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি বাস্তবায়নে অসামান্য ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা উপলক্ষে শুকরানা মাহফিলের প্রস্তুতি সভা বসছে কওমি শিক্ষাব্যবস্থার সমন্বিত শিক্ষাবোর্ড 'আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আগামী ৫ নেভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার বৈঠকে বসছে আল হাইয়াতুল উলয়ার নেতৃবৃন্দ।

রাজধানীর কাজলাস্থ বেফাক অফিসে সকাল ১০ টায় শুরু হচ্ছে এ বৈঠক। বৈঠকে হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী ছাড়া বাকি সবাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বেফাকের কেন্দ্রীয় মহা পরিচালক মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০১৮ কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি আইনি বৈধতা পেয়েছে।

এ-সংক্রান্ত ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল, ২০১৮’ জাতীয় সংসদে পাস করা হয়।

এর পর থেকেই আলেমদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও শুকরিয়া মিছিল অব্যহত রয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ