মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


পাখির সংঘর্ষে বিমান দুর্ঘটনার শীর্ষ তালিকায় কলকাতা বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: পাখির সঙ্গে ধাক্কায় সংঘটিত বিমান দুর্ঘটনার  শীর্ষে অবস্থান করছে কলকাতা বিমানবন্দর। এ সংবাদ জানিয়েছে দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ)। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ।

প্রতিবেদনে বলা হয়, দিন দিন বিপজ্জনক রুপ নিচ্ছে কলকাতা বিমানবন্দর। সম্প্রতি একটি জরিপ করেছে ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এই জরিপের ভিত্তিতে করা একটি রিপোর্ট পাঠানো হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে।

রিপোর্টেতে বলা হয়, গত ৬ মাসে কলকাতা বিমানবন্দরে পাখির ধাক্কায় বিমান দুর্ঘটনার সংখ্যা ২২টি। এদিক দিয়ে দিল্লি, মুম্বাই ও চেন্নাই বিমানবন্দরকে ছাড়িয়ে গেছে কলকাতা। এই ধরনের ঘটনায় বিমান ভেঙে পড়ার আশঙ্কা থাকে।

পাখির সঙ্গে ধাক্কায় কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা বেশি ঘটার কারণ হিসেবে এই রিপোর্টে বলা হয়েছে, এই বিমানবন্দর সংশ্লিষ্ট এলাকায় প্রচুর বনজঙ্গল আছে। আর এগুলো হলো পাখির আবাসস্থল। এই সমস্যা অনেকদিনের।

আরো পড়ুন- আমরা সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল : ড. কামাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ