শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইথিওপিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পেলেন জিউদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইথিওপিয়ার সংসদ।

বৃহস্পতিবার পূর্ব আফ্রিকার এই দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পান শালওয়ার্ক জিউদা। বর্তমানে পুরো আফ্রিকা জুড়ে তিনিই একমাত্র নারী প্রেসিডেন্ট।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জিউদা বেশ অভিজ্ঞ একজন কূটনীতিক। তিনি এখনও আফ্রিকান ইউনিয়নে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আবি আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে ইথিওপিয়ার দায়িত্ব নেওয়ার পর কয়েকদিন আগে মন্ত্রিপরিষদে অর্ধেক নারী সদস্য রাখার ঘোষণা দেন তিনি। এর মাত্র এক সপ্তাহ পর প্রেসিডেন্ট হিসেবে এক নারীকে নির্বাচিত করা হলো।

এ সম্পর্কে আবি আহমেদের চিফ অব স্টাফ ফিতসুম আরেগা এক টুইট বার্তায় জানান, দূত শেলওয়ার্ক জিউদাকে ইথিওপিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার ঘটনা একটি ঐতিহাসিক পদক্ষেপ।

এদিকে রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর লিঙ্গ বৈষম্য কমানোর জন্য কঠোর পরিশ্রম করবেন বলে জানিয়েছেন শালওয়ার্ক জিউদা।

আরো পড়ুন- বিদায় বন্ধু? আহ, আর দেখা হবে না

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ