আবদুল্লাহ তামিম: সংযুক্ত আরব আমিরাতের আমির মুহাম্মাদ বিন রশিদ আল মাকতুম সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানের ক্রমবর্ধমান উন্নতি ও এগিয়ে যাওয়ার সমর্থন ও সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছেন।
আল-আরাবিয়া ডটকমের বরাতে জানা যায়, দুবাই আমির বিন সালমানের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি আরবের ভিশন ২০৩০ সামনে রেখে দেশটির ক্রমবর্ধমান উন্নতির সঙ্গে একমত পোষণ করে সবধরনের সহযোগিতা করার কথা বলেছেন।
মুহাম্মাদ বিন রশিদ বলেন, সৌদি বর্তমান অামির ও জনগণ পাহাড়ের উচ্চতায় আছে। আমরা সৌদি রাজ পরিবারকে সম্মান করি। আমরা তাদের সঙ্গে থাকবো সবসময়। আমরা মধ্যপ্রাচ্যের অঞ্চলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই।
সাক্ষাতের সময় সৌদি যুবরাজ বলেন, আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, তবে অধিকাংশ দেশের উন্নয়ন তেলের ওপর নির্ভর করে, কিন্তু আমি ১৯৯০ দশকের শেষের দিকে এমন একজন ব্যক্তিকে দেখেছিলাম যিনি শুধুমাত্র তেল নির্ভরতা থেকে নিজেকে বের করে এনেছিলেন।
তিনি মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এক মহাবিপ্লব আনতে সক্ষম হয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদ বিন রশিদ আল মাকতুম।
আরো পড়ুন-
প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা