শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ব্যারিস্টার মইনুলকে ক্ষমা চাওয়ার আহ্বান ৫৫ সম্পাদকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অশোভন মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ৫৫ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক। একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলায় হয়, সাংবাদিকসুলভ প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে চরিত্রহীন বলার এখতিয়ার কারোর নেই। স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম বিভিন্নভাবে আক্রান্ত উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মইনুলের কাছ থেকে এ রকম আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতি দেয়া সাংবাদিকদের মধ্যে আছেন, মতিউর রহমান, মাহফুজ আনাম, মুহাম্মদ শফিকুর রহমান, ইকবাল সোবহান চৌধুরী, নাঈমুল ইসলাম খান, তৌফিক ইমরোজ খালিদী, মঞ্জুরুল আহসান বুলবুল, মোজাম্মেল বাবু, মঞ্জুরুল ইসলাম, এম শামসুর রহমান।

আরো পড়ুন-
এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ