শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ
বেফাক থেকে

কওমি মাদরাসা স্বীকৃতি ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাসহ বেশ কিছু এজেন্ডা নিয়ে হাইআতুল উলইয়ার বৈঠক চলছে। এ বৈঠকে চূড়ান্ত হতে পারে সংবর্ধনার স্থান তারিখ।

বৈঠক উপলক্ষ্যে আজ সকালে ঢাকায় এসেছেন আল হাইআতুল উলইয়ার চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে কওমি মাদরাসা স্বীকৃতির বিল পাসের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার কথা জানায় হাইআতুল উলইয়ার নেতৃবৃন্দ।

সে অনুযায়ী গত ৫ অক্টোবর হাটহাজারীতে হাইআতুল উলইয়ার বৈঠকে চলতি মাসেই সংবর্ধনা দেয়ার বিষয়টি আলোচনায় আনেন নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে ১৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

জানা যায়, কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলইয়ার আজকের বৈঠকে কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসের (৬ নং) কক্ষে সকাল ১১ টায় শুরু হওয়া মিটিংয়ে উপস্থিত হয়েছেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনার সিদ্ধান্ত চূড়ান্ত করাসহ দাওরায়ে হাদিসের পরীক্ষাকে আরও উন্নতকরণ বিষেয়ে আলোচনা হবে। এছাড়াও হাইআতুল উলয়ার নিজস্ব অর্থায়নে জমি কেনা ও অফিস নির্মাণের বিষয়ে আলোচনা হবে।

জানা যায়, বৈঠক উপলক্ষ্যে আজ সকালেই ঢাকার ফরিদাবাদ মাদরাসায় এসে পৌঁছেন আল্লামা আহমদ শফী। দুপুর ১১ টার দিকে বেফাক অফিসে পৌঁছেন তিনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ১২ টায় বৈঠকে বসেন।

আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমূদুল হাসান, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি রুহুল আমিন, মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জি, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির প্রমুখ।

প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ