শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘পশ্চিমাদের সঙ্গে তাল মিলিয়ে নারীদের বেপর্দা চলাফেরা বিপদ ডেকে আনছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

কেবলমাত্র শাশ্বত ধর্ম ইসলামই নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে৷ সম্মান দিয়েছে৷ কিন্তু নারী সমাজ নিজেদের মর্যাদা না বুঝে আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে পর্দাহীন চলাফেরা করার দরূন নারী নির্যাতন ব্যাপক হারে বেড়েছে৷

গতকাল (১৪ অক্টোবর) রবিবার দারুল উলুম হাটহাজারী মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে বোখারী শরীফের পাঠদানকালে ৫০৩৬ নং হাদীসে ব্যাখ্যায় শরয়ী পর্দা সংক্রান্ত আলোচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সসহকারি মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন৷

আল্লামা বাবুনগরী আরো বলেন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্ম নারীকে এ মর্যাদা দিতে পারেনি৷ বাবার ঘরে মেয়ে হিসেবে নারীর মর্যাদা রয়েছে৷ স্বামীর ঘরে স্ত্রী হিসেবে এবং ছেলে মেয়ের জন্য 'মা' হিসেবে ইসলাম নারীকে অনন্য মর্যাদা দিয়েছে৷

নারীদের মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি জীবনের সকল স্তরে নারীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছে শুধুমাত্র ইসলাম।

আল্লামা বাবুনগরী বলেন, নারী-পুরুষ সমান অধিকার এটা কখনো সম্ভব নয়৷ সমান অধিকারের স্লোগানদাতারা মূলত সমান অধিকারের নামে নারীদের মাঠে নামিয়ে ভোগের পণ্য করতে চায়৷ তাই নারী সমাজকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে৷

হেফাজত মহাসচিব আরো বলেন, পবিত্র কুরআনের সাতটি আয়াত এবং প্রায় সত্তরটির মতো হাদীস দ্বারা সর্বপ্রকারের বেপর্দা হারাম হওয়া সুস্পষ্টভাবে বুঝা যায়৷

পর্দা নারীর ভূষণ, ইজ্জত-আবরু রক্ষার অন্যতম মাধ্যম৷ কিন্তু আজ নারী সমাজ পশ্চিমাদের তালে তাল মিলিয়ে বেপর্দা চলাফেরা করে নিজের ইজ্জত-আবরু বিনষ্ট করছে৷ মানবরূপী নরপশু লম্পটদের ইভটিজিং এর শিকার হচ্ছে৷

তিনি আরো বলেন, বর্তমানে নারী নির্যাতনের ঘটনা চরম আকার ধারণ করেছে। পত্রিকার পাতা উল্টালেই নারী নির্যাতনের ভয়াবহ সংবাদ চোখে পড়ে৷ শিশু থেকে শুরু সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত আজ নির্যাতনের শিকার হচ্ছে৷ শুধু নির্যাতনই নয় নির্যাতনের পর নির্মমভাবে হত্যাও করা হচ্ছে!

নারী নির্যাতনের অন্যতম কারণই হচ্ছে বেপর্দা, নির্লজ্জতা ও বেহায়াপনা। তাই এগুলো প্রতিরোধের একমাত্র উপায় হিসেবে ইসলামী অনুশাসন ও শরঈ পর্দা মেনে চলার আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

বোরকা কি নারীর অলঙ্কার?

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ