বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের সভা অাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও তফসিল ঘোষণার তারিখ নির্ধারণে আজ সোমবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সকাল ১১টায় তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভার কার্যবিবরণীতেরয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি, তফসিল নিয়ে আলোচনা, হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করতে বর্তমান ভোটার তালিকা বিধিমালায় সংশ্লিষ্ট বিধি ও ফরমে সংশোধন এবং বিবিধ। এ

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা (কমিশনাররা) নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আগামীকাল খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইব ইসি সচিবালয়ের কাছে। গুরুত্বপূর্ণ সব বিষয়ে আমরা চূড়ান্তভাবে জানতে চাইব।’

তিনি আরো বলেন, ‘কমিশন সভায় বিশেষ করে ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, ব্যালট পেপার, ভোটকেন্দ্র, কাগজ কালিসহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ইসির সর্বশেষ প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে চাইব।’

নির্বাচনের তফসিল নিয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের কাছে জানতে চাওয়ার পর ভেবে দেখা যাবে তফসিলের বিষয়ে। যদি সব প্রস্তুতি ঠিক থাকে তাহলে ভালো কথা। আর যদি না থাকে তাহলে আগে ঠিক করতে হবে। তারপর তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা হবে।’

এর আগে গত ৩০ আগস্ট ইসির সর্বশেষ ৩৫তম কমিশন সভা হয়। ওই সভায় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনা হয়।

এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ