বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

বিএনপি নিষিদ্ধ করার দাবি জানাল যুবলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি জঙ্গিদের মদদ দেয়, সন্ত্রাস সৃষ্টি করে এমন দাবি করে দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

সংগঠনটি ধানের শীষ প্রতীকও বাতিল করার আবেদন জানায়।

বুধবার সকালে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামায়াত জোটের দলীয় সিদ্ধান্তে হয়েছিল। তারাই রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা দিয়েছিল। সুতরাং দলটিকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, ২১ আগস্ট বর্বরোচিত ঘটনা দিবালোকে সংঘটিত হয়েছে। এটা একার পক্ষে সম্ভব নয়। তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোটের সরাসরি পৃষ্ঠপোষকতা ছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপি নেতাদের শুধু ফাঁসি নয়; রাজনীতিও নিষিদ্ধ করুন।

তিনি সে সময়ের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদেরও বিচার চেয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, বাবু সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, এমরান হোসেন খান, দফতর সম্পাদক কাজী আনিছুর রহমান, মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল প্রমুখ।

রায়ের প্রতিক্রিয়ায় সেই জজ মিয়া যা বললেন

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ