শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জাঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্তা না নিলে পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার ব্যাপারে মার্কিন নীতি বদলাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।

রোববার ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সাথে বৈঠক কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটনে এ হুঁশিয়ারি দেন।

কওমি সমালোচনার জবাব

এছাড়া,আফগানিস্তানে তালেবানকে শান্তি আলোচনায় রাজি করানোর ক্ষেত্রেও পাকিস্তানকে আরও উদ্যোগী হতে হবে বলে জানিয়ে দেন তারা।

আমেরিকা পাকিস্তানী দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামাবাদ সব সময়েই ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী। কারণ, কাশ্মীরের সমস্যা না মিটলে যে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে না তা পম্পেয়োকে জানিয়েছেন কুরেশি।

পাক পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, আফগানিস্তানে সমস্যার রাজনৈতিক সমাধানের চেষ্টাকেও পাকিস্তান সমর্থন করবে। কারণ, সেখানে বলপ্রয়োগ করে সমস্যার সমাধান করা যায়নি’।

সূত্র: আনাদোলু এজেন্সি

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ