বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

যুব জমিয়তের ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগি সংগঠন ‘যুব জমিয়ত বাংলাদেশ’-এর কাউন্সিল অধিবেশন ২০১৮ সম্পন্ন হয়েছে৷

৪ অক্টোবর বৃহস্পতিবার জামিয়া মাদানিয়া বারিধারার আল-কাসেম মিলনায়তনে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের বিদায়ী সভাপতি মাওলানা শরফুদ্দিন ইয়াহইয়া কাসেমীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অথিতির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সংগ্রামী মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন- মূল দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম-মহাসচিব মাওলানা মুফতি মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন৷

যৌথভাবে কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন মাওলানা আল-আমীন কাসেমী ও মাওলানা ইসহাক কামাল। কাউন্সিল অধিবেশনে যুব জমিয়তের বিগত সেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা ও মহানগর প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দের বক্তব্য শেষে কাউন্সিল অধিবেশে ৩ বছর মেয়াদী আগামি ২০১৮-২১ সেশনের জন্য মাওলানা তাফহীমুল হককে সভাপতি, মাওলানা ইসহাক কামালকে সাধারণ সম্পাদক, মাওলানা গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা রেজাউল কারীমকে প্রচার সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির প্যানেল প্রস্তাব উপস্থাপন করেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও যুববিষয়ক উপকমিটির আহবায়ক মুফতি মুনীর হোসাইন কাসেমী৷

জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী উপস্থিত কাউন্সিলরগণের মতামত চাইলে সকলে হাত তুলে কণ্ঠভোটে প্রস্তাবিত কমিটির প্রতি সমর্থন ও অনুমোদন করেন।

৯১ সদস্য বিশিষ্ট যুব জমিয়তের নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বশীলগণ যারা নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি- মুফতী জাবের কাসেমী, সহ-সভাপতি- মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ-সভাপতি- মাওলানা মামুনুর রশীদ, সহ-সভাপতি- মুফতী মিজানুর রহমান, সহ-সভাপতি- মাওলানা ফরীদ আহমদ, সহ-সভাপতি- মাওলানা আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি- মাওলানা মুহাম্মদ আলী, সহ-সভাপতি- মাওলানা আব্দুল্লাহ মাসুদ কাফী, সহ-সভাপতি- মাওলানা জহির উদ্দীন, সহ-সভাপতি- মাওলানা আব্দুল হাই, যুগ্ম-সাধারণ সম্পাদক- মাওলানা আব্দুল্লাহ আল-বাকী, যুগ্ম-সাধারণ সম্পাদক- মাওলানা মামনুনুল হক

সহ-সাধারণ সম্পাদক- মাওলানা কবীর আহমদ, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা হাফেজ মাসউদ আযহার, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা সাঈদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা হাবীবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা আব্দুল্লাহিল বাকী, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা রায়হান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা আব্দুল আহাদ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা আবুল ফাত্তাহ নূরুল্লাহ

সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা সিরাজুল ইসলাম বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা মোশাররফ হোসাইন আরশাদী, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা রূহুল আমীন নগরী, সহ-প্রচার সম্পাদক- মাওলানা মুজিব তাশফিন, অর্থ সম্পাদক- মাওলানা আম্মার বারকুটি, সাহিত্য সম্পাদক- মাওলানা মুজিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা কালিমুল্লাহ মাহফূজ,

সমাজসেবা সম্পাদক- মাওলানা মুহিউদ্দীন আল-মুমিন, দপ্তর সম্পাদক- মাওলানা আব্দুল আজীজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মাওলানা যফীর আহমদ, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মাওলানা বশীর আহমদ এবং পাঠাগার সম্পাদ-মাওলানা রিজওয়ান প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ