মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


শাহবাগ ছাড়ছে না মুক্তিযোদ্ধার সন্তানরা, নমনীয় পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাজধানীর শাহবাগ অবরোধকারী মুক্তিযোদ্ধার সন্তানরা ২৪ ঘণ্টাতেও অবস্থান ছাড়েনি।

কর্মদিবসে নগরীর ব্যস্ততম মোড় দখল করে রাখায় যাতায়াতের ভোগান্তি চরমে উঠেছে। তবে পুলিশ অবরোধকারীদের প্রতি নমনীয়। তারা চারপাশে অবস্থান নিলেও কিছুই করছে না।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মুখে গত ১১ এপ্রিল সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাড়ে পাঁচ মাস পর ৩ অক্টোবর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করে।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

এই সিদ্ধান্তের আগ পর্যন্ত সব ধরনের সরকারি চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা ছিল, যার মধ্যে ৩০ শতাংশ সংরক্ষিত ছিল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য।

স্বাধীনতার পর পর মুক্তিযোদ্ধাদের জন্য এই সুবিধা চালু করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই সুবিধার আওতায় মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকেও আনে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহেদী হাসান বলেন, ‘প্রজ্ঞাপন দিয়ে আইন বা বিধি পরিবর্তন করা যায় না। এর জন্য অধ্যাদেশ জারি করতে হয়।

আমাদের আন্দোলন চলবে। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা আইনগতভাবে এগোতে পারছিলাম না। আমরা বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে কথা বলেছি।

হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা একটা সরল বিষয়। আমরা রিট পিটিশন দায়ের করব। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা সবাই রিট পিটিশনার হবেন।’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ