শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


যে ২৩ শর্তে মহাসমাবেশের অনুমতি পেলো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

দুর্নীতি, দু:শাসন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী কাল বাদ জুমা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচী ঘোষণা করেছিলেন।

এ ঐতিহাসিক মহাসমাবেশ সম্পর্কে তিনি বলেন, তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন ও নিবন্ধিত সকল দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন ইত্যাদি দাবি সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

তবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের জন্য ইসলামী আন্দোলনকে শর্ত দেওয়া হয়েছে ২৩টি। এগুলো মেনেই সমাবেশ করতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে যেসব শর্তাবলী দেয়া হয়েছে,

১। এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে।

২। আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জনস্বার্থ, রাষ্ট্র ও জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ করা যাবে না।

৩। উস্কানীমূলক কোন বক্তব্য প্রদান বা প্রচার পত্র বিলি করা যাবে না।

৪। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না।

৫। সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

৬। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।

৭। স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

৮। নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশগেটে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং সমাবেশ আগতদের হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং এর ব্যবস্থা করতে হবে।

৯। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে আগত সকল যানবাহন তল্লাশী করতে হবে।

১০। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।

১১। অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না।

১২। অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেকশন স্থাপন করা যাবে না।

১৩। অনুমোদিত স্থানের বাইরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না।

১৪। আযান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।

১৫। অনুমোদিত সমাবেশ ব্যতিত মঞ্চকে অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না।

১৬। সমাবেশ শুরুর ০১ (এক) ঘন্টা পূর্বে অর্থাৎ ১৩.০০ ঘটিকা হতে লোকজন সমাবেশস্থলে আসতে পারবে।

১৭। ৫ অক্টোবর ২০১৮, ২০১৮ ও ২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএসে কোর্সে ভর্তি পরীক্ষার ভেন্যুসমূহে (কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়/লেকচার থিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয়/বাণিজ্য অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়/সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়/ঢাকা কলেজ/গভর্মেন্ট ল্যাবরেটরী হাইস্কুল, নিউমার্কেট/তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড/আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল/ইডেন মহিলা কলেজ, আজিমপুর) পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করতে হবে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

১৮। বিকাল ৫ টার মধ্যে সমাবেশের যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে।

১৯। অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে অনুমোদিত স্থানের আশপাশসহ রাস্তায় কোন অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোন প্রকার প্রতিবন্ধিকতা সৃষ্টি করা যাবে না।

২০। কোন ধরনের লাঠি-সোটা/ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না।

২১। মিছিল সহকারে সমাবেশস্থলে আসা যাবে না।

২২। উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে।

২৩। জনস্বার্থে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত উক্ত অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ঢাকার ইতিহাস ভিন্নভাবে লেখাতে চায় ইসলামী আন্দোলন

ঐক্যজোট ও হেফাজত থেকে কি সরে দাঁড়াচ্ছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ