মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


৮৭ শতাংশই ফেল ঢাবির ‘ক’ ইউনিটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিংহভাগ ফেল করার ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।

২০১৮-২০১১৯ শিক্ষাবর্ষ ‘ক’ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া প্রতি ১০০ জনের মধ্যে ৮৭ জনই ফেল করেছে। অর্থাৎ উচ্চমাধ্যমিকে পাস করা শিক্ষার্থীদের ১৩ শতাংশই কেবল পাস করেছে এই পরীক্ষায়।

মালয়েশিয়ার মহানায়ক ড. মাহাথির মোহাম্মদ

এবার ‘ক’ ইউনিটের অর্থাৎ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ১৭৫০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৭ হাজার ৫৭২ জন। এদের মধ্যে পাস নম্বর পেয়েছে ১০ হাজার ১১৭ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ১৩ শতাংশ (১৩.০৪)।

বুধবার দুপুর একটায় উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফলাফল প্রকাশ করেন।

পাস করা শিক্ষার্থীদের আগামী ১৭ অক্টোবর বিকাল ৩টা থেকে ৩১ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৮ -১৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৪-১১ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে৷ পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য ক ইউনিটের ওয়েবসাইটে জানা যাবে।

এদিকে ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী অনিক মজুমদার তার স্কোর-১৮৩ দশমিক ৫০।

দ্বিতীয় স্থান সৌমেন কুণ্ড নটরডেম কলেজ, তার স্কোর-১৮২। তৃতীয় নটরডেম কলেজের তানজিম আজওয়াদ জামান। তার স্কোর-১৮১ দশমিক ২৫।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন:

 যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না: ট্রাম্প

ইন্দোনেশিয়ায় এবার অগ্ন্যুৎপাত; ব্যাপয় ক্ষতির আশঙ্কা


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ