শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের স্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোশমা মানসুরকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা।

বুধবার (০৩ অক্টোবর) দেশটির দুর্নীতি দমন সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানায়। কাতারভিত্তিক সংবাদমধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার মহানায়ক ড. মাহাথির মোহাম্মদ

তার আইনজীবী কুমারায়েনদ্রান বরাত দিয়ে খবরে বলা হয়,  অর্থ পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন সংস্থা আটক করে।

সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার (০৪ অক্টোবর) তাকে অর্থ পাচারের দায়ে অভিযুক্ত করা হতে পারে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে

প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর ফলে অর্থনৈতিক ধসের মুখে পড়ে মালয়েশিয়া। নাজিবের ওইসব দুর্নীতির বিচার করার ইঙ্গিতও দিয়েছেন সদ্য বিজয়ী মাহাথির মোহাম্মদ।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না: ট্রাম্প

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ