শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কোটা বাতিলের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে বেতন স্কেলের নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নিয়োগে সব ধরনের কোটা তুলে দেয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে দুয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন হবে বলেও জানান তিনি।

শফিউল আলম বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির ক্ষেত্রে সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। এ ক্ষেত্রে কোনো কোটা থাকছে না। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা থাকবে বলে তিনি জানিয়েছেন।

তবে কখনও যদি অনগ্রসর সম্প্রদায়ের জন্য কোটার প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে সরকার পরিমার্জন করবে বলে জানান তিনি।

বর্তমানে সরকারি চাকরিতে সংরক্ষিত কোটা ৫৬ শতাংশ। বাকি ৪৪ শতাংশ নেয়া হয় মেধা যাচাইয়ের মাধ্যমে। বিসিএসে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০, জেলা কোটায় ১০, নারী কোটায় ১০ ও উপজাতি কোটায় ৫ শতাংশ চাকরি সংরক্ষণ করা আছে।

গত কয়েকমাস ধরে চাকরিতে এ কোটা সংস্কারের জন্য আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে সরকার এ উদ্যোগ নিলো।

ইন্দোনেশিয়ায় এবার অগ্ন্যুৎপাত; ব্যাপয় ক্ষতির আশঙ্কা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ