শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কুমিল্লায় মোবাইলের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা গোমতী চরের অরণ্যপুর এলাকায় অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করা যুবকের পরিচয় এবং হত্যাকান্ডের রহস্য বেরিয়ে এসেছে।

নিহত যুবক আজিরুল ইসলাম জুয়েল (২১) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নাওপুরা গ্রামের ফারুক মিয়ার ছেলে। মোবাইল ফোনের জন্য তাকে খুন কওে তার বন্ধু রাব্বী।

রাব্বী একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। আজ বুধবার ঘাতক রাব্বী হত্যাকান্ডের দায় স্বীকার করে কুমিল্লার ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জালাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ডিবি সূত্রে জানা যায়, জুয়েল ও রাব্বী বাল্য বন্ধু। দুজনই ইলেক্টেশিয়ানের কাজ করে। ঘটনার এক সপ্তাহ আগে নিহত জুয়েল জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারের একটি ইলেক্টনিক্স দোকানে কাজ নেয়।

সেখানে গিয়ে তার বাল্য বন্ধু রাব্বী তাকে কিছু টাকা হাওলাদ দিতে বলে। এতে জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে রাব্বী তার বন্ধু জুয়েলের মোবাইল ফোন লুটের পরিকল্পনা নেয়।

পরিকল্পনা মোতাবেক উভয় গত ২৯ সেপ্টেম্বর বিকালে গোমতী নদীর অরণ্যপুর এলাকায় ঘুরতে বের হয়। সেখানে রাত হওয়ার পর অরণ্যপুুর হরিনাচুর এলাকায় জুয়েলের মাথার পেছনে এবং শরীরের বিভিন্ন স্থানে ছোরা দিয়ে আঘাত করা হয়।

এক পর্যায়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে জমিতে লাশ ফেলে তার মোবাইল ফোন লুটে নিয়ে সে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই পরিমল চন্দ্র দাস জানান, ভিকটিমের পকেটে থাকা মোবাইল সিমের সূত্র ধরেই মামলা তদন্ত শুরু করা হয়, পরে এর মাধ্যমে ভিকটিমের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তির সহায়তায় ঘাতক সনাক্ত করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিবির এসআই ইকতিয়ার উদ্দিনসহ আমরা ফোর্স নিয়ে সদর উপজেলার নবগ্রামের ফুফুর বাড়ি থেকে ঘাতক রাব্বীকে গ্রেফতার করি। সে হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। ঘাতকের দেখানো মতে ছোরা ও লুটকৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা জানান, অর্থের জন্যই এ হত্যাকান্ড, মামলাটি ডিবিতে আসার পর পুলিশ সুপারের দিক-নির্দেশনায় অধিক গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হয়। অল্প সময়ের মধ্যেই এ হত্যাকান্ডের রহস্য বের করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর