শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘নির্বাচনকালিন সরকার নিয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালিন সরকার বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনের সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি সরকার গঠন করা হতে পারে।

শুক্রবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

শেখ হাসিনা বলেন, আমি বিরোধী দলীয় নেত্রীর (রওশন এরশাদ) সঙ্গে কথা বলতে যাচ্ছি। তারা যদি চান আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। সংসদে থাকা দলগুলো নিয়েই নির্বাচলনকালিন সরকার হতে পারে।

জাতীয় পার্টির বিষয়ে তিনি বলেন, তারা ক্ষমতাসীন অথবা বিরোধী দল কিনা সেটা কোন বিষয় না। নির্বাচনকালীন সরকার সম্পর্কে এখানে কোন সংজ্ঞা নেই। তাই তারা চাইলে সরকারে থাকতে পরে।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার আত্মজীবনী সম্পর্কে তিনি বলেন, এর পেছনে কারা রয়েছে, কোনো গণমাধ্যম জড়িত কিনা খোঁজ নিন। বইটি কে প্রকাশ করেছে এ বিষয়ে তার কাছে তথ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে তার অংশগ্রহণ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ