শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আলেমরা তাদের দায়িত্ব পালনেই তাবলিগের সংশোধন করছেন: মাও: আবদুল মতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

দাওয়াতে তাবলীগের ওজাহতি জোড় আজ বাদ জুমা চট্টগ্রাম নগরীর জামিয়া মাদানিয়া শুলকবহরে অনুষ্ঠিত হয়। উক্ত ওজাহতি জোড়ে গুরুত্বপূর্ণ নসীহত করেন দাওয়াতে তাবলীগের অন্যতম মুরব্বি মাওলানা আবদু্ল মতিন।

উপস্থিত সাথীদের উদ্দেশ্যে মাও. আবদুল মতিন বলেন, নতুন তাবলীগওয়ালারা শরীয়ত পরিপন্থী যেসব বক্তব্য দিচ্ছেন, তার সংশোধন করা আলেমদের দায়িত্ব ও কর্তব্য।

তাই আলেমরা দায়িত্ব হিসেবে তাবলীগ-জামাতের সংশোধন করছেন। আলেমরা দাওয়াতে তাবলীগের বিরোধী নয়। আলেমরাই তো দাওয়াতে তাবলীগের মূল।

দাওয়াতে তাবলীগ প্রতিষ্ঠা হয়েছে দারুল উলূম দেওবন্দ থেকে। যারা আলেমদেরকে দেওবন্দী, হেফাজতি বলছে তারা গোমরাহিতে আছে। হযরতজ্বী ইলিয়াছ রহ. বলতেন, যদি তাবলীগ থেকে ইলম ও জিরিক উঠে যায়, তাহলে দাওয়াতে তাবলীগ গোমরাহ হয়ে যাবে।

মাও. আবদুল মতিন আরো বলেন, নতুন তাবলীগের ভুলগুলো জাতির সামনে ওজাহত করতে হবে। সেজন্য প্রতিটি উপজেলা/থানা ও ইউনিয়ন পর্যায়ে ওজাহতি জোড় করতে হবে। এক্ষেত্রে আলেমদেরকে ভূমিকা রাখতে হবে।

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ