শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


দেশে ফিরেছেন ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত শেষদিনের মতো বাংলাদেশ হজ প্লাজা দিয়ে হাজিরা বাংলাদেশের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।

আজ বুধবার থেকে যথারীতি পার্শ্ববর্তী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবশিষ্ট হজযাত্রীরা দেশে ফিরবেন।

জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত পবিত্র হজ পালন শেষে মোট ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রী দেশে ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৮৬টিসহ মোট ৩৪২টি ফ্লাইট এসব যাত্রী পরিবহন করে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৮৭০ জন ও সৌদি এয়ারলাইন্স ৫৯ হাজার ৪০৯ জন যাত্রী পরিবহন করে।

দেশে ফিরে আসা ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৩ হাজার ৫০৮ জন হজযাত্রী রয়েছেন।

গত ২০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছরের শেষ হজ ফ্লাইট আজ বুধবার শেষ হচ্ছে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ