রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

কারবালা নিয়ে শেখ এনামের গান ‘মুজে কুফা ওয়ালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল ইসলাম কাসিমী: চলছে হিজরি সনের প্রথম মাস; মুহাররম। এ মাসটি কুরআনে বর্ণিত চারটি সম্মানিত মাসের একটি। মাসটি যেমন আমাদের কাছে অনেক ফজিলত সম্পন্ন। অন্যদিকে থেকে ঠিক তেমনি শোকে ভরপুর।

দশই মুহাররম পৃথিবীর ইতিহাসে ঘটে যায় একটি হৃদয়বিদারক ঘটনা। ইয়াজিদ বাহিনীর উপর্যপুরি তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে মাটিতে লুটিয়ে পড়েন নবীজি দৌহিত্র হুসাইন রাযি.।

কারবালার আকাশ-বাতাস হুসাইনের ভালোবাসায় বুক ফাটা আর্তনাদে অশ্রু বিসর্জন করে। অসহায়ত্বের চাদরে আবৃত হয়ে সবকিছু। মাওলার পানে দু'হাত উঠিয়ে হুসাইন বলতে থাকেন, হে আল্লাহ! তুমি এদের গুনে গুনে রাখো, কাউকেও ছাড় দিও না’।

কারবালা নিয়ে অনেক পুস্তক রচনা হয়েছে। তৈরি হয়েছে অনেক ডকুমেন্টারিও৷ এবার উর্দু ভাষায় এক উর্দু কবির গান কভার করলেন ইনভাইট শিল্পী গোষ্ঠীর শেখ এনাম। পুরো গানটি ফুটে উঠেছে হজরত হুসাইন রা.-এর না বলা কারবালার আর্তনাদগুলো।

গানটির টাইটেল লিরিকের অর্থ হলো- 'হে কুফাবাসী! আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে'। বেশ হৃদয়বিদারক কথামালা।

এনামের শান্তশিষ্ট কণ্ঠ গানটিকে অন্যরকম প্রাণ দিয়েছে। তাইতো ভারচুয়ালে প্রশংসায় ভাসছেন শেখ এনাম। গানটি প্রকাশ করেছে- জনপ্রিয় ইউটিউবে চ্যানেল; katib tv।

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

ম্যানেজমেন্টে ছিলেন কাতিব টিভি কর্ণধার ইনাম বিন সিদ্দিক। ভিডিও ক্লিপের ডিরেক্টর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শালিন আহমেদ।

ইনভাইটের সংগীত পরিচালক আনওয়ারুল কারীম মুস্তাজাবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা পুরনো বেশ কয়েকটি গান নতুন করে করার কাজ হাতে নিয়েছি। তাছাড়া আরো কয়েকটি নতুন গানের কাজ চলছে। তা শিগগির কাতিব টিভিতে আসছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ