মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


পবিত্র রক্ত দিয়ে অবরোধ ভাঙবে ফিলিস্তিনিরা: ইসমাইল হানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি তাদের পবিত্র রক্ত দিয়ে শত্রুর অবরোধ ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্তে গণবিক্ষোভ অব্যাহত থাকবে।

বুধবার গাজার 'শাতি' শরণার্থী শিবিরে শহীদ আহমার ওমরের জানাজা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুপ্রভাত ফিলিস্তিন

ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের সাহসী জনগণ লড়াইয়ের মাধ্যমে গাজা অবরোধ ভাঙার পাশাপাশি নিজ ভিটেমাটিতে ফেরার অধিকার আদায় করবে।

ট্রাম্পের ভয়াবহ পরিকল্পনা 'ডিল অব দ্য সেঞ্চুরি'-এর বিরোধিতা করার কারণে আমেরিকা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থাকে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে বলে তিনি বলেন।

হানিয়া বলেন, ফিলিস্তিনিরা এখন নজিরবিহীন ষড়যন্ত্রের শিকার।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ফিরে পেতে নতুন করে আন্দোলন গড়ে তুলেছে।

প্রতি শুক্রবার গাজায় দখলদার ইসরাইলি সীমান্ত দেয়ালের সামনে বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ১৮০ জন ফিলিস্তিনি বিক্ষোভের সময় শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ হাজার ফিলিস্তিনি।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ