মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


‘খা‌লেদা জিয়ার মুক্তি না হলে দেশে কোনো নির্বাচন হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খা‌লেদা জিয়াকে মুক্তি এবং বিএন‌পির নেতাকর্মী‌দের না‌মে যে ৭৮ হাজার মামলা হ‌য়ে‌ছে তা তু‌লে না নিলে দে‌শে কোনো নির্বাচনই হ‌বে না বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক উপাচার্য ড. এমাজউ‌দ্দিন আহ‌মেদ।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ‌নির্বাচ‌নে না জিত‌তে পার‌লে অ‌ন্যের হা‌তে ক্ষমতা দি‌তে পা‌রে বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ জিয়া, বিএনপি ও বাংলাদেশের রাজনীতি

‌তি‌নি ব‌লেন, ক্ষমতা দখলের জন্য শেখ হাসিনা শুধু গণতন্ত্র হরণই নয়, যা করার দরকার তাই কর‌ছে। মিথ্যাচার-অপপ্রচারসহ মিথ্যা, মামলা, খুন, গুম সবই এসবের মধ্যে রয়েছে।

বুধবার (১৯ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে চেতনা বাংলা‌দেশ এর উদ্যোগে বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে নারী‌দের প্র‌তিবাদ আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

ড. এমাজউদ্দিন ব‌লেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ৫ জানুয়ারি থে‌কেই, তারা বঙ্গবন্ধুর সময় থে‌কে নির্বাচনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গণতন্ত্র হরণ কর‌ছে।

তিনি ব‌লেন, বর্তমা‌নে সরকার পক্ষ থে‌কে বলা হয়- দে‌শের উন্নয়‌নের ধারা চালু ক‌রে‌ছে শেখ হা‌সিনা, এটা এ‌কেবা‌রে মিথ্যাচার। কারণ দে‌শের উন্নয়‌নের ধারা চালু ক‌রে‌ছে বেগম খা‌লেদা জিয়া, ১৯৯১ সা‌লে ভ্যাট চালু করার মা‌ধ্যে‌মে।

সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন জাতীয়তাবা‌দী ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, বিএন‌পির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হে‌লেন জে‌রিন খান, ‌নির্বাহী ক‌মি‌টির সদস্য খা‌লেদা ইয়াছ‌মিন প্রমুখ।

-আরআর

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ