বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


সিরিয় নাগরিকরা স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সাত বছরের মধ্যে প্রথমবারের মতো স্থানীয় পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছে সিরিয়ার নাগরিকরা।

২০১১ সালে দেশটিতে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা যে সহিংসতা সৃষ্টি করেছিল, স্থানীয় এই নির্বাচনকে তার অবসানের ইঙ্গিত বলে বিবেচনা করা হচ্ছে।

আজ (রোববার) স্থানীয় সময় সকাল সাতটায় কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত তা চলবে। নির্বাচনে ১৮ হাজার ৪৭৮টি আসনের বিপরীতে ৪০ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সবকয়টি প্রদেশে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে- দামেস্ক, তারতুস ও লাতাকিয়া শহরের লোকজন ভোট দিচ্ছে।

স্থানীয় পরিষদ পৌরসভা হিসেবে কাজ করে এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের ওপর আগের চেয়ে বেশি দায়িত্ব থাকবে বলে মনে করা হচ্ছে। কারণ এসব প্রতিনিধি সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নেবেন।

সিরিয়ার এ নির্বাচন এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা দেশটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। সিরিয়ার সেনারা এখন ইদলিব প্রদেশ মুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সন্ত্রাসীদের হাতে থাকা এটাই হচ্ছে একমাত্র প্রদেশ।

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ